• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে আইপিএস কারখানায় আগুন, মালিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৭ জানুয়ারি ২০১৮, ২২:০০

চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে আইপিএস কারখানায় আগুন লেগে ১ জন নিহত ও ৭ জন দগ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের মধ্যে শুভ্র দাশকে (৫০) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গার্ডিয়ান আইপিএস নামের ওই কারখানার মালিক।

তিনি বলেন, এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো সাতজন। তারা হলেন মো. ইকবাল (৪০), জুয়েল দে (৩৫), অঞ্জন দাশ (৩০), মিঠুন গুহ (৩০), বিজয় চৌধুরী (৩৮) ও রহিম বাদশা (২০)। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিরা সবাই গার্ডিয়ান আইপিএস কারখানার কর্মচারী। তাঁদের শরীরের নানা স্থানে পুড়ে গেছে।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
X
Fresh