• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেতন চান গাইবান্ধার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা

গাইবান্ধা প্রতিনিধি

  ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:৪১

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি, সরকারি সুযোগ-সুবিধাসহ শতভাগ বেতন দেয়ার দাবিতে গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের আহ্বায়ক মোছা. জাহানারা বেগম, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, এম এ আউয়াল কবীর, প্রধান শিক্ষক আদুরী খানম, রত্না জাহান, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, শরিফুল ইসলাম, আব্দুর রশিদ প্রমুখ।