• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

  ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:১২

যশোরের বেনাপোল সীমান্তের একটি জামে মসজিদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার দুপুরে সাদিপুর গ্রামের গাবতলা মধ্যপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নাসির উদ্দীন (২৩)। তিনি কুমিল্লা জেলার দেবীরদাহ থানার কামরুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ১৫ সদস্যের তাবলিগ জামাতের একটি দল গাবতলা মধ্যপাড়া জামে মসজিদে আসে। তাদের মধ্যে নাসির উদ্দীন একজন।

তাবলিগ জামাতের দলনেতা বাবুল হোসেন আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার রাতে এশার নামাজের পর খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজ পড়ার সময় ঘুম থেকে উঠে নাসিরকে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের সিঁড়ি ঘরে ছাদের লোহার রডে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, তাবলিগের সূত্রে নাসিরের সঙ্গে আমাদের ক্ষণিকের পরিচয়। তাই তার সম্পর্কে বেশি কিছু জানি না।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন আরটিভি অনলাইনকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
যশোর অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
যশোর কারাগারে কয়েদির মৃত্যু
পুকুরে জড়ানো অবস্থায় ছিল ভাই-বোনের মরদেহ
X
Fresh