• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুঁজিবাজারকে যারা ফাটকা বাজার বলে তারা শত্রু: অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি

  ২০ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

পুঁজিবাজারকে যারা ফাটকা বাজার বলে তারা পুঁজিবাজারের শত্রু। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার দুপুরে সিলেটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বিনিয়োগ শিক্ষা মেলা ও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে কারসাজির ঘটনায় যথেষ্ট মামলা হয়েছে। কোনো অ্যাকশন হয় না একথা ঠিক না। কিন্তু এই অ্যাকশন খুব দ্রুত হয় না।

অর্থমন্ত্রী বলেন, এক সময় পুঁজিবাজারে কোনো শৃঙ্খলা ছিল না। বিএসইসি গত ৭ বছর পরিশ্রম করে এখানে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। এখন এটি একটি বিকাশমান খাত।

তিনি আরও বলেন, শুধু ভাগ্যের ওপর নির্ভর করে পুঁজিবাজারে বিনিয়োগ করে কোনও লাভ নেই। জেনে শুনেই বিনিয়োগ করতে হবে। আর এই জানানোর জন্য বিএসইসি কনফারেন্স মেলার আয়োজন করছে। যার মাধ্যমে সিলেট তথা সারাদেশের মানুষ তা জানতে পারবে।

বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই বছরে দেশের পুঁজিবাজারের ভিত আরো মজবুত হবে।

এতে অন্যদের মধ্যে সিকিউরিটিজ এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
ক্রমাগত পতনের পর চাঙ্গা পুঁজিবাজার
৩৫টি বাদে সব কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল
X
Fresh