• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে গুলিতে এক রোহিঙ্গা নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ জানুয়ারি ২০১৮, ১১:০০

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন রোহিঙ্গা সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা সদস্যের নাম মোহাম্মদ ইউসুফ (৪৩) । পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. ইউসুফ তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গা সদস্যের অভিযোগ, অন্য মুখোশধারী কিছু রোহিঙ্গা সদস্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকেছে। এই সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশের সরকার ও জনগণ মানবিক বিপর্যয় রোধে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। কিন্তু আন্তর্জাতিক মহলের সাড়া এখনও আশাব্যঞ্জক নয়। জরুরি মানবিক সহায়তা এবং স্বপ্লমেয়াদী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের কোনো বিকল্প নেই। কারণ এই মানবিক বিপর্যয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
X
Fresh