• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়ি পুকুরে পড়ে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হন।

বুধবার দুপুরে স্থানীয় ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) স্থানীয় মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, লাকড়ি বোঝাই একটি ট্রাক্টর ও যাত্রীবহনকারী অটোরিকশার সঙ্গে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই দুটি গাড়ি পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশু রিংকু আক্তার ও হারুন নামে দু’জন নিহত হন। আহত হন আরো ৪ জন। পরে গুরুত্বর আহত আমেনা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু রিংকু স্থানীয় আন্ডারচর এলাকার আলাউদ্দিনের মেয়ে, অপর নিহত হারুন ও আমেনা একই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস সদরের ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
X
Fresh