• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে পৌঁছেছেন প্রণব মুখার্জি

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ জানুয়ারি ২০১৮, ১২:৫৭

বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম পৌঁছেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক তাকে স্বাগত জানান।

দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।

বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

--------------------------------------------------------
আরও পড়ুন: বই পড়েই সময় কাটে প্রণব মুখার্জির
--------------------------------------------------------

পরে বিশ্ববিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজ শেষে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান রাউজানের উদ্দেশে রওনা হবেন প্রণব।

রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের পৈত্রিকভিটায় যাওয়ার পর রাউজান কলেজের কাছে মুন্সিরঘাট এলাকায় সূর্য সেনের ভাস্কর্যে সম্মান জানানোর কথা রয়েছে তার।

বিকেলে রাউজান থেকে নগরীতে ফিরবেন প্রণব। এরপর রাতে চট্টগ্রামের পাঁচ তারকা র‌্যাডিসন হোটেলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হবে।

এদিকে প্রণব মুখার্জির চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সড়কের বিভিন্ন স্থানে প্রণব মুখার্জির ছবি সম্বলিত ফেস্টুন দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। অনুষ্ঠানস্থল শহীদ আব্দুর রব হল মাঠে এরইমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
X
Fresh