• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নার্গিসের ওপর নৃসংসতা

প্রত্যক্ষদর্শী ছাত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ০৮ অক্টোবর ২০১৬, ১০:০৭

খাদিজা আক্তার নার্গিসের ওপর নৃশংসতার প্রত্যক্ষদর্শী এক ছাত্রীকে মুঠোফোনে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। তার নাম জসিম।

জসিম সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকার পাগইল গ্রামে।

পুলিশ জানায়, খাদিজাকে কুপিয়ে আহত করার পর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার নাহিদকে মুঠো ফোনে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি নাহিদার পরিবার পুলিশকে জানায়। সে অনুযায়ীই জসিমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

এদিকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গেলো সোমবার বিকেলে বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী নার্গিসকে কুপিয়ে জখম করে। ঘটনার পর হামলাকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকও। তবে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।



এস