• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে কারাদণ্ড

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
কারখানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

কারখানা মালিক কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, পলিথিন তৈরির খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় মালিককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা
আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর নিহত
শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, ১৫ শ্রমিক আহত
স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা