• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ২৩:১২

দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়ে প্রায় রাত পৌনে ১০টা পর্যন্ত চলে এই সংঘর্ষ।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর সমর্থকরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। এতে অন্তত ২০ আহত হয়েছেন। আহতরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ
২৪ জানুয়ারি জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন: তারেক রহমান
বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: উপদেষ্টা নাহিদ
শেখ মুজিবের নাম তার মেয়ে তলানিতে নিয়ে গেছেন: সেলিমা রহমান