• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

হিলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১০:২৪
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে আবারও জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাসে জবুথবু জনজীবন। সারাদিন দেখা মিলছে না সূর্যের। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রিকশাচালক মোবারক আলী বলেন, শীতে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। তবুও শীতের মধ্যে বাহিরে বের হয়েছি। সংসারে চারজন সদস্য। একদিন কাজ না করলে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। শীতের কারণে মানুষ তেমন বাহিরে বের হচ্ছে না। এতে করে আয় কমে গেছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর জেলাতে সকাল ৬টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, সেই সঙ্গে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার। আগামীতে এই জেলাতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েছে শীতের তীব্রতা, পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
যেসব অঞ্চলে শীত বাড়তে পারে
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা
তাপমাত্রা আরও কমার আভাস