• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
শিশুর মরদেহ
ছবি: সংগৃহীত

কক্সবাজারে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির পাশের একটি খালি প্লটে পাওয়া যায় মরদেহটি। এদিন বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিল শিশুটি।

আহাদ ওই এলাকার অনোয়ারুল হকের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী।

শিশুর বাবা জানান, মঙ্গলবার বিকেলে বন্ধুর সঙ্গে খেলতে বের হয় আহাদ। এক পর্যায়ে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চকোলেটের লোভ দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে গাড়িতে তুলতে চাইলে আহাদের বন্ধু দৌড়ে পালিয়ে যায়। তবে পালাতে পারেনি আহাদ।

তিনি বলেন, সন্ধ্যা নামার পর আহাদ বাড়িতে ফিরে না আসায় এলাকায় খোঁজ করা হয়। এ ছাড়া পুলিশকেও জানানো হয়। পরে রাত ১টার দিকে প্রতিবেশীরা এলাকার ডিসি পাহাড়ের একটি খালি প্লটে একটি শিশু পড়ে থাকতে দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আহাদকে শনাক্ত করি।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শিশুটির গলায় চাপ দেওয়ার চিহ্ন রয়েছে জানিয়েছেন স্বজনরা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড