• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী আটক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১১:২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আটক
ছবি: সংগৃহীত

পরীক্ষা দিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। এরপর তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাকে আটক করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি কাউসার।

আটককৃত ওই ছাত্রলীগ কর্মীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়ার হত্যার অভিযোগ রয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।

সাজ্জাদ হোসেন নিজ এলাকায় ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং জুলাই আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি দিতেন। গত ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক ছাত্রকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে। পরে তারা ওই ছাত্রকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাকে হস্তান্তর করেছি এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

হাটহাজারী থানার ওসি কাউসার বলেন, আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে চালান করে দেবো।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তল্লাশিকালে পুলিশ সদস্যদের মারধর 
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার