• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:৫৬
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে এসএস রূপান্তর ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন রাম দাশ (২৮), রাজিব দে (২৬) ও মনির (৫৫)।

দুপুরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহত তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাম দাশের মুখমণ্ডল ঝলসে গেছে।

কারখানার বাইরে নিজেদের জন্য ভাত রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

এদিকে অবৈধ এলপি গ্যাস বাজারজাত করা নিয়ে চট্টগ্রামে মরণখেলায় মেতেছে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র। গ্যাস সিলিন্ডারগুলো ক্রস ফিলিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হচ্ছে মানুষ। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে।

অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে এলপি গ্যাসের ব্যবসা চললেও প্রশাসন বিষয়টিকে আমলে নিচ্ছে না। মূলত এ ব্যবসার সঙ্গে প্রভাবশালী মহল জড়িত হওয়ায় প্রশাসন বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। তাই অবৈধ এলপি গ্যাস বন্ধ করে দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকে রক্ষার দাবি সংশ্লিষ্টদের।

জেবি/এসএস

আরও পড়ুন-

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh