• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগকর্মী তানিম হত্যা

সিলেটে দুই কলেজে ছাত্র ধর্মঘটের ডাক

সিলেট প্রতিনিধি

  ০৮ জানুয়ারি ২০১৮, ১৫:০৭

সিলেট সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয়বর্ষের ছাত্র ছাত্রলীগকর্মী তানিম খানের হত্যার প্রতিবাদে সিলেট এমসি ও সরকারি কলেজে অনির্দিষ্টকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ।

সোমবার এই ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ। এই ঘটনার পর বন্ধ রয়েছে ওই দুটি কলেজের পাঠদান। এছাড়া এমসি কলেজের স্নাতক প্রথমবর্ষের চলমান ইনকোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত তানিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দাফনের জন্য মরদেহ তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

এ হত্যাকাণ্ডের পর ‘ফাইটার খ্যাত’ ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ডসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত অন্যরা হলেন আওয়ামী লীগের আজাদ গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ।

রোববার রাতে টিলাগড় পয়েন্ট ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগকর্মী তানিম। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানিম সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ও টিলাগড় এলাকার ছাত্রলীগকর্মী। তার সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা এলাকার ইসরাইল খানের ছেলে। তিনি রঞ্জিত গ্রুপের কর্মী ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ঘণ্টা পর মুক্ত হলেন এমসি কলেজের অধ্যক্ষ
X
Fresh