• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভোমরা স্থলবন্দরে স্বর্ণসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

  ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:৫১

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস থেকে ছয় পিস স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে গোয়েন্দা শুল্ক বিভাগ।

শনিবার সকালে তাকে কাস্টমস হাউজ থেকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

পাসপোর্ট যাত্রীর নাম ফারুক হোসেন হাওলাদার (৩৬)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার কান্দিরপার গ্রামের মজিবর রহমানের ছেলে।

সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব অফিসার বিকাশ বড়ুয়া আরটিভি অনলাইনকে জানান, ফারুক হোসেন নামের এক পাসপোর্ট যাত্রী শনিবার সকালে ভারতে যাবার জন্য ভোমরা কাস্টমসে আসেন।

তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস বিভাগ। এসময় তার স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় সেট করা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ফারুক হোসেনের পাসপোর্ট নম্বর ০৮৩৪৮৭৯।

পরে ফারুক হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১ জানুয়ারি স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৫টি সোনার বারসহ ভোমরা স্থলবন্দর থেকে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
X
Fresh