• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজশাহী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ জানুয়ারি ২০১৮, ১২:৪৮

রাজশাহী ও চুয়াডাঙ্গায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এই দুই উপজেলায় প্রচণ্ড শীতের কারণে জনজীবন থমকে গেছে। দরিদ্র মানুষেরা তীব্র শীতের কারণে দুঃসহ জীবন যাপন করছে।

চুয়াডাঙ্গা ও রাজশাহী থেকে আরটিভি প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গায় চলছে তীব্র শৈতপ্রবাহ। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

তীব্র শীতের কারণে লোকাল বাসে যাত্রী না হওয়ায় চুয়াডাঙ্গার আন্তঃজেলা বাস টার্মিনালসহ শহরের চারটি বাসস্ট্যান্ড থেকে সকালের দিকের বেশ কয়েকটি ট্রিপ বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারণে সকাল ও রাতের বেলা গন্তব্যে পৌঁছতে প্রায় দ্বিগুণ সময় লাগছে বলে জানিয়েছেন বাস চালকরা।