• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৪
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি ছয়তলা ভবনের চারতলায় কার্টন ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।

এর আগে, শনিবার সন্ধ্যার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে।

ইপিজেড, বন্দর, আগ্রাবাদ স্টেশন থেকে আটটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। কিন্তু এক ঘণ্টার চেষ্টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর-আগুন
মিরপুরে বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে
মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
কয়েকবার নোটিশ পেয়েও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ