• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৬ হনুমান উদ্ধার

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২২
ছবি: সংগৃহীত।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ছয়টি হনুমান উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়াও সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) ভোমরা, বৈকারী, সাতানী ও কলরোয়ার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া সীমান্ত এলাকা থেকে হনুমানসহ এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক গণমাধ্যমকে জানান, সাতক্ষীরা সদর উপজেলার সাতানী এলাকা দিয়ে বন্যপ্রাণী পাচার হচ্ছে খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাতানী পাকা রাস্তার ওপর খাঁচাবন্দি ছয়টি হনুমান রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। যা পরবর্তী পদক্ষেপের জন্য বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

এ ছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক একাধিক অভিযান চালিয়ে প্রায় এগারো লাখ টাকার ভারতীয় ওষুধ, মাদকদ্রব্য ও শাড়ি জব্দ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার
সাতক্ষীরা সীমান্তে কৃষককে জমি চাষে বিএসএফের বাধা
এবার মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’, অতঃপর...
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম গ্রেপ্তার