• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১২
ছবি: সংগৃহীত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫১ জনকে আসামি করে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া এ ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম মাহাবুবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।

বুধবার রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজীব পরিবহনের ম্যানেজার ইমরান হোসেন ও এম জামান পরিবহনের ড্রাইভার মো. আল আমীনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জ থেকে বাসে আসার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে রাজীব পরিবহনের হেলপার ও সুপারভাইজার। এই সংবাদ শুনে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ছুটে এলে তাদের ওপরও হামলা চালান বাস শ্রমিকেরা।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ আটক ২
সিলেটকে হারিয়ে জয়ে ফিরল খুলনা টাইগার্স
সিলেটকে দেড়শর মধ্যেই থামাল খুলনা
দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস