• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ভোলায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০১
ফাইল ছবি

ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে সীমা বেগম (২১) না‌মে এক গৃহবধূর মরদেহ রেখে পা‌লি‌য়ে‌ছেন তার স্বামী মো. রা‌কিব।

বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) সকা‌লে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আগে ভোলার দৌলতখান উপ‌জেলার মিয়ারহাটের সীমা বেগ‌মের সঙ্গে বোরহানউদ্দিন উপ‌জেলার কা‌লিরহাট এলাকার মো. রা‌কি‌বের বি‌য়ে হয়। তা‌দের এক‌টি ১০-১১ মা‌সের ছে‌লে সন্তান আছে। রা‌কি‌ব পা‌নের বর‌জে কাজ ক‌রেন। তার আয় কম থাকায় ও সাংসা‌রিক বি‌ভিন্ন বিষ‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝা‌মেলা চ‌লে আস‌ছিল। বুধবারও তা‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। এনিয়ে স্বামীর সঙ্গে অভিমান ক‌রে বিষপান ক‌রতে পা‌রেন ব‌লে দাবি স্বামীর পরিবারের। প‌রে রা‌তের দি‌কে সীমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ৪টার দি‌কে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে এলে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন। সকা‌লে খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে গেলে স্ত্রীর মরদেহ রে‌খে পা‌লি‌য়ে যান নিহ‌তের স্বামী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সি‌দ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পে‌য়ে সেখা‌নে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। মরদেহ ময়নাতদন্ত কর‌লে আমরা মৃত‌্যুর কারণ নি‌শ্চিত হ‌তে পার‌বো। এ ছাড়াও নিহতের প‌রিবার থে‌কে এখনো কেউ অভি‌যোগ ক‌রে‌নি। ত‌বে লি‌খিত অভিযোগ পেলে আইনগত ব‌্যবস্থা নেব।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা-ছেলে ঝাঁপিয়ে পড়ল মেঘনায়, অতঃপর...
ঘাটে বাড়তি টাকা নিলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত
চোরদের আর নির্বাচিত করবেন না: উপদেষ্টা সাখাওয়াত
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু