• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

মেঘনায় ধরা পড়লো সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩
ছবি: সংগৃহীত।

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় ঘেরে ধরা পড়েছে সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভৈরব শহরের পুলতাকান্দা এলাকার মেঘনা ফেরিঘাটের সেভেন স্টার মৎস্য আড়তে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

আড়ত মালিক সূত্রে জানা যায়, ভৈরবের মেঘনা নদীতে একটি ঘেরে সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়ে। মাছটি আড়তে বিক্রির জন্য ঢালায় সাজিয়ে রাখার পর ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করেন। শেষ পর্যন্ত মাছটি দুই হাজার ৭০ টাকা প্রতি কেজি দরে ১৯ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হয়।

সেভেন স্টার মৎস্য আড়তের মালিক মো. আমির হোসেন জানান, দুপুরের দিকে ভৈরবের মেঘনা নদীর একটি ঘের থেকে মাছটি ধরা পড়ে। এই বিশাল আকৃতির মাছটি প্রথমে মুখলেছ মিয়ার মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন ঘের মালিক রহমান মিয়া। পরে তাদের কাছ থেকে বিশাল আকৃতির মাছটি বিক্রির জন্য নিয়ে আসি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার
দুদিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তিতে রোগীরা
কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ইউনিয়ন সভাপতি নিহত
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দোসর আমলাদের কাছে জিম্মি: আবু হানিফ