• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

মার্কেটে ঢুকে ৭ দোকানের মোবাইল লুট

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:০২
ছবি : আরটিভি

রংপুর নগরীর ব্যস্ততম এলাকা রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় সাতটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে দামি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটেছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ৪/৫ জন মুখে মাস্ক পরা যুবক কমান্ডো স্টাইলে দোকানের তালা ভেঙে পর পর সাতটি মোবাইল ফোনের দোকান থেকে কয়েক শ’ বিভিন্ন বিদেশি ব্রান্ডের মোবাইল ফোন নিয়ে যাচ্ছে। ঘটনার সময় প্রেসক্লাব কমপ্লেক্সের সবগুলো দোকান বন্ধ ছিল বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন।

পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীরা জানিয়েছেন, রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় অধিকাংশই মোবাইল ফোনের দোকান সাধারণত বেলা ১১টার আগে খোলা হয় না। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৪ থেকে ৫ সদস্যের দুর্বৃত্ত মুখে মাস্ক পরে ও মাথা পর্যন্ত মোড়ানো জ্যাকেট পরে মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সাতটি দোকানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে কমান্ডো স্টাইলে মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) সিবলী সাদিকসহ অন্য পুলিশ কর্মকর্তারা প্রেসক্লাব মার্কেটে আসেন। তারা সাতটি দোকানের সবগুলো মোবাইল ফোন সেটের র‌্যাক খালি দেখেন। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজে দোকানের তালা ভাঙা, দোকানে প্রবেশ করে কয়েকটি ব্যাগে করে মোবাইল নিয়ে যাওয়ার দৃশ্য দেখেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিকেল ৩টা পর্যন্ত ব্যবসায়ীরা কোনও মামলা করেনি। তবে সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও বরিশাল, বাকিরা কোথায়?
প্রথম পরাজয়কে ‘এলার্মিং’ বললেন সোহান
রংপুরের জয়যাত্রা থামিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী
সিলেটকে হারিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর