• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭
হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে হিলি বাজার থেকে সিপি রোডে যাওয়ার পথে হুমায়ন কবিরের ফাঁকা জায়গা পৌর শহরের মাস্টারপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা।

স্থানীয়দের বরাত দিয়ে হাকিমপুর থানার ওসি সুজন মিঞা বলেন, ‘গত তিন থেকে চার দিন যাবৎ এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন এবং আশপাশের এলাকায় ঘুরছিল। এতে স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি একজন পাগল ছিলেন। ধারণা করা হয়, তিনি জোহরের নামাজের পরে মারা গেছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যেহেতু মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, তাই আমরা ইউডি মামলা করে পিবিআই এর দ্বারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করবো।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা