• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

চাঁদপুরে আদালত প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪
ছবি: আরটিভি

চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ এলাকা নিয়মিত পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে ‘সবুজ আদালত, পরিষ্কার আদালত’ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ। এ সময় তিনি আদালত এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীদের পাশাপাশি সকলকে সহযোগিতার আহ্বান জানান।

কর্মসূচির প্রথমে আদালত প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এরপর আদালত এলাকার বিভিন্ন অংশে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপনসহ বিচারক, আইনজীবী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন। কর্মসূচি পালনে সহযোগিতা করেন বিডি ক্লিন চাঁদপুরের সদস্যরা।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মালয়েশিয়া যাওয়া হলো না বিল্লালের
নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার