• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

হামলা হয়নি শ্যামলী পরিবহনে, দুর্ঘটনার কবলে পড়েছিল বাসটি

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২৩:০০
হামলা হয়নি শ্যামলী পরিবহনে, দুর্ঘটনার কবলে পড়েছিল বাসটি
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় ত্রিপুরা থেকে কলকাতাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে হামলা হয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি সংবাদমাধ্যম। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, একটি পণ্যবোঝাই ট্রাক বিশ্বরোডে হামলার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাসটিকে চাপা দেয়। তবে পুলিশ নিশ্চিত করেছে, সেই বাসে হামলার কোনো ঘটনা ঘটেনি। এটি ছিল সাধারণ দুর্ঘটনা।

শনিবার (৩০ নভেম্বর) ঢাকা-আগরতলা-ঢাকা পথে চলাচলকারী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় অটোরিকশার চালকও সামান্য আহত হন। তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ।

জানা যায়, বাসটি বেলা ১১টার দিকে আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দুপুর ১২টার দিকে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় আসার পর একটি ট্রাক ওভারটেক করতে চায়। এ সময় বাসটি ইমার্জেন্সি ব্রেক কষে থামানোর চেষ্টা করে ও সড়কের একপাশে সড়ে পড়ে। হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে বাসটির সঙ্গে ধাক্কা খায়। এরপর অটোরিকশাটি বাসের সঙ্গে আটকে যায়। সামান্য ব্যথা পান অটোরিকশার চালক। পরে একটি রেকার এসে বাস থেকে অটোরিকশাটিকে সরিয়ে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটিতে ভারতীয়সহ ২৬ জন যাত্রী ছিলেন।

বাসের চালক মো. আসাদুল হক বলেন, একটি ট্রাক ওভারটেক করতে গেলে আমি ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যাই। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি বাসের পেছনে আটকে যায়। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও অবহিত করা হয়। দুর্ঘটনায় বাসের কোনো ক্ষতি হয়নি কিংবা যাত্রীরা আঘাত পাননি।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ বলেন, তেমন বড় ধরনের কিছু হয়নি। দুর্ঘটনায় অটোরিকশাচালক সামান্য আহত হন। বাসের চালক ও অটোরিকশা চালকের মধ্যে সমঝোতা করে যে যার মতো চলে গেছেন।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতায় ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ
ঢাকায় ফেরানো হচ্ছে কলকাতা-আগরতলা মিশন প্রধানদের
বাংলাদেশে দুর্ঘটনার শিকার শ্যামলী বাস নিয়ে ভারতে অপপ্রচার
বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করতে বাধ্য হলেন কলকাতার গায়িকা