• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

রাজশাহীতে আ.লীগ নেতাকে পুলিশে দিলো জনতা

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২২:৩২
রাজশাহীতে আ.লীগ নেতাকে পুলিশে দিল জনতা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. পিএম সফিকুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের সাধুর মোড় এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

জানা যায়, সফিকুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তবে তিনি রাজশাহী শহরের বাসার রোড এলাকায় থাকেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছাড়াও তিনি নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, সফিকুল ইসলামকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের থানায় তার নামে কোনো মামলা নেই। এখন বাগমারা থানায় তার নামে কোনো মামলা আছে কিনা সেটি আমরা খোঁজ নিচ্ছি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ
জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ: ফখরুল
বিগত সরকারের মিথ্যার কারণেই বাজার নিয়ন্ত্রণে হিমশিম: প্রেস সচিব 
কোম্পানীগঞ্জে আ.লীগ কর্মীর নেতৃত্বে হামলা, আহত ৭