• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

দেশে দুর্নীতি রোধে ঐক্যের প্রয়োজন: ইলিয়াস কাঞ্চন

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২১:৫৩
দেশে দুর্নীতি রোধে ঐক্যের প্রয়োজন: ইলিয়াস কাঞ্চন
ছবি: সংগৃহীত

একক শক্তি দিয়ে দেশে দুর্নীতি রোধ করা সম্ভব নয়, দুর্নীতি রোধে ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধান ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, এ দেশে যখন কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তান দুর্নীতির মধ্য দিয়েই বড় হয়। কারণ একজন মায়ের পেটে সন্তান যখন ভ্রূণ হিসেবে আসে, তখন আমরা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেই। আর এ চিকিৎসকরা সিজার করতে বলেন। সিজার করতে হবে কেন? সারা পৃথিবীতে যখন নরমাল ডেলিভারি। আমাদের দেশে সিজার কেন? এই সিজারিয়ান তো তখন করতে হবে, যখন ওই মায়ের জীবন হবে সংকীর্ণ। অথচ এ দেশের হাসপাতাল, চিকিৎসক ও নার্সরা বেশি উপার্জনের জন্য মায়েদের সিজার করতে বাধ্য করছেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, কোনো একক শক্তি দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে ৫ আগস্ট সব মানুষ একত্র হয়ে স্বৈরশাসক ও ফ্যাসিবাদকে এ দেশ থেকে দূর করেছে। ঠিক তেমনিভাবে এই দুর্নীতিকে দূর করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ ছাড়া কোনোভাবেই দেশ থেকে দুর্নীতি দূর সম্ভব না।

তিনি আরও বলেন, আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন দুধ ও ওষুধের প্রয়োজন হয়। তখন দেখি সেটাতেও ভেজাল। এসব ভেজালে কখনো শিশুরা মারাও যায়। এভাবেই বড় হয় আমাদের সন্তান। এরপর সন্তান যখন স্কুলে ভর্তি করাতে যাওয়া হয়। তখন দেখা যায় যতবড় স্কুল ততবড় ডোনেশন। বড় স্কুলে বড় ডোনেশন না দিলে আবার ভর্তি করানো যায় না। এসব অসংখ্য দুর্নীতির সিস্টেমের মধ্য দিয়ে আমাদের সন্তানকে বড় করতে হচ্ছে।

সন্ধান ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার, সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোত্তালেব ও উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম প্রমুখ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হত্যার ১০ বছর পর আদালতে মামলা 
আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না: টুকু
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা আমাদের আমানত: টুকু
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান