• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০৬:২৫
রেললাইনে মোবাইলে কথা গিয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী
ছবি : সংগৃহীত

ফেনীতে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আবদুল বাসেত রিংকু (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে ও ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিংকু শুক্রবার সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়ক এলাকায় অসতর্কভাবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, শুক্রবার সন্ধ্যায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রিংকু নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২
শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, বাস চলাচল বন্ধ
হাইকমিশনে হামলার প্রতিবাদে বিলোনিয়া সীমান্তে ছাত্র-জনতার বিক্ষোভ
দুই শিক্ষকের পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ