• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০৩:১৬
আব্দুল কুদ্দুস
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল কুদ্দুসকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সতং বাজার থেকে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে ২শ’ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন। আব্দুল কুদ্দুস এ মামলার এজাহারনামীয় আসামি। তিনি পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা।

বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট আট আসামি গ্রেপ্তার হয়েছে।

তিনি জানান, আব্দুল কুদ্দুসকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় চুনারুঘাট পৌরসভার প্রাক্তন মেয়র, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও আসামি করা হয়।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা নেই: মাহবুব উদ্দিন খোকন
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পুলিশকে ‘টিস্যুর’ মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার: সারজিস
গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান