• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে চাইলে কঠোর হাতে দমন: শিল্প উপদেষ্টা

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩৭
ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে চাইলে কঠোর হাতে দমন: শিল্প উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

নগরীর সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফও উপস্থিত ছিলেন।

শিল্প উপদেষ্টা বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন না। যদি করেন, আমরা কঠোর হাতে দমন করব।’

শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে বাংলাদেশ সংস্কারের কাজ যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কোনো রুটিন সরকার নয়। এটা ছাত্র-জনতার মাধ্যমে গঠিত সরকার। দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছু চালিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের ওপর একটি দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশের মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে, কঠোর হাতে দমন করা হবে। চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এ কারণে যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল। কিন্তু আপনারা আবেগকে ধরে রেখে তাদের উদ্দেশ্য সফল হতে দেননি।’

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এসএম মোস্তাইন হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ আহমেদ সাকি উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা আদিলুর
বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর চেষ্টা হচ্ছে: শিল্প উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার সবকিছুর পরিবর্তন করবে, সেটা সম্ভব নয়: শিল্প উপদেষ্টা
দেশে ধর্মচর্চায় কোনো বাধা থাকবে না: শিল্প উপদেষ্টা