• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নাটোরে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২৩:৫৮
নাটোরে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন।

নিহত মো. মুক্তার হোসেন (৩২) দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত যুবক পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেনটি নাটোরের মাধনগর স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি পানি খেতে নিচে নামেন। পানি পান করে ট্রেনে উঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন বলেন, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রাবিরতি দিলে মুক্তার হোসেন পানি পান করতে নিচে নামেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর, হাত-পা বিচ্ছিন্ন শিশুর
কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নাটোরে ৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত