• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২৩:৫৮
গোপীনাথ ত্রিপুরা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে গোপীনাথ ত্রিপুরা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপীনাথ ত্রিপুরা একই এলাকার অলদ মোহন ত্রিপুরার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর পাঁচমাইল এলাকায় সড়কের পাশে জঙ্গলে ওই কিশোরীকে ধর্ষণ করেন গোপীনাথ ত্রিপুরা। এরপর ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন তিনি। পরে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে মারা গেছে ভেবে তাকে ফেলে চলে যান গোপীনাথ। পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ভুক্তভোগী কিশোরী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্তে যা পেয়েছে পুলিশ
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
পুলিশ প্রশাসন সংস্কারের প্রস্তাবনা জমা দিলো বিএনপি
গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না: আইজিপি