• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাদরাসায় ছাত্রের মরদেহ, বলাৎকারের অভিযোগ

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২৩:৩৭
মাদরাসায় ছাত্রের মরদেহ, বলাৎকারের অভিযোগ
ছবি : সংগৃহীত

রংপুরের গনেশপুরে সিয়াম নামে ১০ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বকুলতলা জান্নাত বাগ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের তিন তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে উদ্ধার করা হয় মরদেহ।

জানা যায়, আরবি শিক্ষার জন্য সপ্তাহ তিনেক আগে সিয়ামকে রংপুর নগরীর বকুলতলা জান্নাতবাগ মাদরাসায় ভর্তি করান বাবা ভুট্টা মিয়া। বুধবার (২৭ নভেম্বর) বিকেলেও সিয়ামের সঙ্গে ফোনে কথা বলে পরিবারের লোকজন। অথচ রাত ৮টায় খবর যায় সিয়াম অসুস্থ। পরে পরিবারের লোকজন মাদরাসায় এলে জানানো হয় সিয়াম মারা গেছে।

নিহতের পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে সিয়ামকে।

সিয়ামের চাচা আনোয়ার ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর আমাদের খবর দেওয়া হয় আমার ভাতিজা অসুস্থ। আমরা দ্রুত মাদরাসায় গেলে হুজুর জানান সিয়াম মারা গেছে। পরে হাসপাতালে এসে দেখি ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মলদ্বার দিয়েও রক্ত ঝরছে। এটা স্পষ্ট আমার ভাতিজা সিয়ামকে বলাৎকারের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সিয়ামের বাবা ভুট্টু মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকা পয়সা নেই। ইচ্ছা ছিল ছেলেকে আরবি শিখাবো। তাই তিন সপ্তাহ আগে এ মাদরাসায় ভর্তি করাই। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার দাবি করছি। হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছি।’

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন নিহত সিয়ামের বাবা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় তিন শিক্ষকসহ সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শিগগিরই ঘটনার রহস্য উন্মোচন করা হবে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
মাদরাসার অধ্যক্ষকে পেটালেন বিএনপির বহিষ্কৃত নেতা
রাজধানীতে রাতের খাবার খেয়ে মাদরাসার শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে
আলু চাষের জন্য খেলার মাঠ প্রস্তুত করলেন মাদরাসা সুপার