• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াত’

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২৩:১৮
‘পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াত’
ছবি: আরটিভি

পতিত সরকারের আমলে জামায়াতে ইসলামী সবচেয়ে মজলুম দল ছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোর চাঁচড়া চেকপোস্টে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু পূর্ণ বয়স্করা যুদ্ধ করেনি। সবাই মিলে যুদ্ধ করেছে। কোলের শিশুও শাহাদৎ বরণ করেছে। ৮০ বছরের বৃদ্ধও শাহাদৎ বরণ করেছে। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের এ জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যের কোনো ফাঁক দিয়ে যেন কেউ ঢুকে ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে। এজন্য ছাত্রজনতা বাংলাদেশের সকল জনগণকে সজাগ থাকতে হবে।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘যারা আমাদের ওপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন, একনাগাড়ে সাড়ে ১৫ বছর তাণ্ডব চালিয়েছিলেন। যারা মানুষকে খুন, গুম লণ্ঠন করেছিলেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে প্রসাদ তৈরি করেছেন; তাদেরকে আমরা ক্ষমা করবো না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে। তবে দল হিসেবে জামায়াতে ইসলামী সবচেয়ে মজলুম দল। এই দলের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করার প্রসঙ্গে টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করেছিলো। পরে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে দেশ থেকে নির্মূল করতে চেয়েছিলো তারা। যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিলো; সৃষ্টিকর্তা কার্যত এই জমিতে তাদের নিষিদ্ধ করে দিয়েছেন। এতে আমাদের কোন কৃতিত্ব নেই। সমস্ত কৃতিত্ব সৃষ্টিকর্তার। এজন্য এই বিপ্লব, এই বিজয়ের পর আমরা কোন উল্লাস করিনি। আমরা দেশবাসী, সহকর্মীকে বিশেষভাবে অনুরাধ করেছিলাম, আপনারা সৃষ্টিকর্তার জন্য সেজদাতে পড়ুন। চোখের পানি দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এই কারণে দেশের কোনো প্রান্তে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেনি।

জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ছাড়াও সংগঠনের নেতা গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, শাহাবুদ্দিন, শামসুজ্জামান, রেজাউল করিম প্রমুখ।

বক্তব্য শেষে সম্প্রতি যশোর শহরের খোলাডাঙ্গা বাজারে স্থানীয় সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত কর্মী আমিনুর সজলের সন্তানকে বুকে টেনে নেন জামায়াত আমির। এরপরে দলীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তিনি ঝিকরগাছা বাজার ও শার্শার নাভারণ মোড়েও পথসভাতে অংশ নেন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলেমদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন জামায়াতের আমির
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
আমিরাতে চলতি বছর সাধারণ ক্ষমা পেয়েছেন ৫০ হাজার বাংলাদেশি