• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

জুলাই গণহত্যাসহ সব গুম-খুনের দায় শেখ হাসিনাকে নিতেই হবে: প্রসিকিউটর তামিম

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২২:২৮
জুলাই গণহত্যাসহ সব গুম-খুনের দায় শেখ হাসিনাকে নিতেই হবে: প্রসিকিউটর তামিম
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যাসহ বিগত সময়ের সব গুম-খুনের দায় শেখ হাসিনাকে নিতেই হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

শুক্রবার (২৯ নভেম্বর) মোংলায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা দেন মোংলাবাসী।

প্রসিকিউটর তামিম বলেন, জুলাই গণহত্যা ও বিগত সময়ে সংঘটিত গুম-খুনের ঘটনায় ২-১টি মামলা ছাড়া বাকি সব মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি যেহেতু তৎকালীন রাষ্ট্রপ্রধান ও দলীয় প্রধান ছিলেন, তাকে এর দায় নিতেই হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেগুলোর তদন্তও শুরু হয়েছে। তদন্তের প্রাথমিক প্রতিবেদনও হাতে পেয়েছি। এর ওপর ভিত্তি করে ৭০ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গাজী মোনাওয়ার হুসাইন তামিম আরও বলেন, ইতোমধ্যে ২২ আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী পরিষদের সদস্য, সাবেক এমপি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক সদস্য। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ হবে।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদের বিদায় হলেও প্রেতাত্মারা এখনো বিরাজমান: টুকু
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না: চরমোনাই পীর
বেসিসে প্রশাসকের দায়িত্বে ড. মেহেদী হাসান
সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় ভারত: রিজভী