• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

রূপগঞ্জে বাবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২০:০৫
রূপগঞ্জে বাবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোচালক বাবুল মিয়া হত্যার ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- শুক্কুর মিয়া (ব্রাহ্মণবাড়িয়া), আহাদ মোল্লা (গাজীপুর), হাবিবুর রহমান (হবু) (গাজীপুর), সোহান (মানিকগঞ্জ), দেলোয়ার হোসেন (নরসিংদী)।

জানা যায়, গত ২৩ নভেম্বর বাবুল মিয়া তার অটোরিকশাটি নিয়ে গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হন। পরদিন ২৪ নভেম্বর রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধানখেত থেকে বাবুলের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার শিকার বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশের অভিযান শুরু হয় এবং বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে, যা তারা বাবুলের হত্যার পর ছিনতাই করেছিল।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ছিনতাই হওয়া অটোরিকশাসহ দেলোয়ার হোসেনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে দ্রুত নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে বিস্ফোরণ, বাঁচানো গেল না দগ্ধ ২ ভাইকে
রূপগঞ্জে শেখ হাসিনা-গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে হত্যা মামলা
আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক
শেখ হাসিনার বিচার দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ