• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে চায়’

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৭
‘উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে চায়’
ছবি: আরটিভি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার বলেছেন, ভারতের উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি বাংলাদেশে সম্প্রতি নষ্ট করতে চায়। তাদেরকে সম্মিলিত ভাবে রুখে দিতে হবে। তারা জানে না বাংলাদেশ সকল ধর্মের মানুষের সম্প্রীতির জন্য এক অনন্য উদাহরণ। এদেশে একই সময় মসজিদে আজান হয়, মন্দিরে উলুর ধনী বাজে। কোন অবস্থায় সম্প্রতি নষ্ট যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। যেকোন সময় ছোবল দেওয়ায় চেষ্টা করবে তারা।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে পাইকগাছা পৌরসভা চত্বরে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রদানের সময় এসব কথা বলেন তিনি।

পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশিদ আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজী।

অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফ উদ্দিন সুমন, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক লক্ষ্মী রানী, পৌর মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট রাশনা শারমিন আখি, শ্রমিক দলের আহ্বায়ক সরদার ফারুক আহমেদ, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবদল নেতা মোহর আলী, তাঁতি দলের আহ্বায়ক এ টি এম মইন উদ্দিন শিমুল, ছাত্রদলের সভাপতি সরজিত ঘোষ প্রমুখ।

এ সময় সম্প্রীতির সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। নেতাকর্মী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. আব্দুল মজিদকে খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
হাসিনার মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কারও কাছে বর্গা দেয়া হবে না: মুশফিক আনসারী
বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব!
‘জয় শ্রীরাম’ বলে আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা