• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে গোপনে ঘাট ইজারা, ঠিকাদারদের ক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৭
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট ও ফেরিঘাট ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ কোন প্রকার প্রচার প্রচারণা ও নোটিশ দেওয়া ব্যতীতই গোপনে আঁতাতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার একমাত্র লঞ্চঘাট ইজারা দিয়েছেন চাঁদপুর নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঘাট এলাকায় নোটিশ পৌঁছানোর আগেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানা গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

বিআইডব্লিউটিএর সূত্রে জানা গেছে, চাঁদপুর নদী বন্দরের নিয়ন্ত্রণে পরিচালিত মজু চৌধুরীর হাট লঞ্চঘাট, ফেরিঘাট ও পার্কিং ইয়ার্ড শুল্ক আদায় নিয়ে পূর্বের ইজারাদারের সঙ্গে দীর্ঘদিন থেকে একটি মামলা জটিলতা চলছিল (বিআইডব্লিউটিএ) বন্দর কর্তৃপক্ষের। গত ২৬ নভেম্বর মামলাটি নিষ্পত্তি করে বিআইডব্লিউটিএর পক্ষে রায় দেন আদালত। ২৭ নভেম্বর বিআইডব্লিউটিএ চাঁদপুরের কর্মকর্তা মো. বছির আলী খান স্বাক্ষরিত একটি স্পোর্ট কোটেশন নোটিশ জারি করেন। যাতে ২৮ নভেম্বর দুপুর সোয়া ১২ টার মধ্যে টেন্ডার দাখিলের সময় নির্ধারণ করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. বাছির আলী খান সহ অন্যান্য কয়েকজন কর্মকর্তার যোগসাজশে চাঁদপুর বিআইডব্লিউটি অফিসেই বসে স্পার্ট কোটেশনের বিষয়টি গোপন রেখে পছন্দের লোককে ঘাটটি ইজারা দিয়ে দিয়েছেন। এনিয়ে আগ্রহী ঠিকাদার ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বিআইডব্লিউটিএর লক্ষ্মীপুর অফিসের পরিবহন পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুপুরের দিকে নোটিশটি পেয়েছি। স্থানীয় কয়েকজনের কাছে বিলি করেছি। জেলা প্রশাসক মহোদয়কেও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠানো হয়েছে। এই নোটিশে দরপত্র প্রদানের সময় দুপুর সোয়া ১২টায়, অথচ আপনি নোটিশ পেয়েছেন সোয়া একটায়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো জানেন বলে জানান তিনি।

স্থানীয় রিপন হোসেন জানান, দুপুর দেড়টার দিকে বিআইডব্লিউটিএর টিআই আব্দুর রহমান ভাই আমাকে ডেকে নিয়ে এই নোটিশ দিয়েছেন। ওনার কাছেই শুনেছি ঘাটটি ইজারা দেওয়া হয়েছে এর আগে কিছুই জানি না।

জানতে চাইলে বাছির আলী খান জানান, হাতে সময় কম থাকায় ওই ভাবে। আমাদের জনবল কম তাই সবার নিকট খবর পৌঁছেনি। ঘাট এলাকায় নোটিশ না ঝুলানো, তড়িঘড়ি করে টেন্ডার, নিজের পছন্দের লোককে কাজ দেওয়া ও ঠিকাদারদের ক্ষোভ এবং কোথায় কিভাবে প্রচারণা চালিয়েছেন জানতে চাইলে তিনি এর কোন উত্তর না দিয়ে ফোন হোল্ড করে রাখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, যেহেতু আদালতের রায় বিআইডব্লিউটিএর পক্ষে এসেছে এবং ব্যাকেট করা হয়েছে, তাই ঘাটটি খালি পড়ে থাকার সুযোগ নেই। তবে নোটিশ জারি করে ন্যূনত্ব দু-একদিন সময় দিয়ে ইজারা দেওয়ার নিয়ম রয়েছে। এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল।

জানতে চাইলে সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী বলেন, যে বা যারা সরকারি নিয়ম বহির্ভূতভাবে এ ইজারা দিয়েছেন তারা অবশ্যই আইন ভঙ্গ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) লক্ষ্মীপুরের সভাপতি মো. কামাল হোসেন বলেন, কর্তৃপক্ষ রাতের আঁধারে ব্যক্তিবিশেষ ও নিজের পছন্দের লোককে গোপনে যে ইজারা দিয়েছেন এটা আইনসম্মত নয়। এতে সরকার অনেক রাজস্ব হারাবে। আমরা মনে করি দুদক সহ অন্যান্য কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে গোপনে ঘাট ইজারাকে কেন্দ্র করে আগ্রহী ঠিকাদার ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি স্বচ্ছতার সাথে উন্মুক্ত অংশগ্রহণের মাধ্যমে ঘাটটি ইজারা দিলে সরকারের স্বার্থ রক্ষা হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
লক্ষ্মীপুরে আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা