• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

দর্শনায় যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫৩
দর্শনায় যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার
গ্রেপ্তার সেলিম মেহফুজ মিল্টন। ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে সেলিম মেহফুজ মিল্টন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ।

তিনি জানান, মিল্টনের বিরুদ্ধে বিভিন্ন থানায় স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনেরর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিল্টনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেডরুমে ঢুকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার, পোশাক বদলানোর সময় দেয়নি পুলিশ
র‍্যাব পরিচয়ে ডাকাতি, মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৫
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব কামরুল
ফিক্সিংয়ের দায়ে সাকিবের গল মার্ভেলসের মালিককে গ্রেপ্তার