• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ২৩:৫৬
ফাইল ছবি

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদী পৌর এলাকার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।

স্থানীয় ট্রাক্টরের চালক আনোয়ার হোসেন বলেন, নরসিংদী রায়পুরা উপজেলার দড়ি হাইরমারায় এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির পেছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

অপর দিকে দুপুর নরসিংদী পৌর এলাকার বিলাসদী আল্লাহ চত্বরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত
সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর