• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ২৩:১৫
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে এক সপ্তাহ পর সব ধরনের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে এই চলাচল। এর আগে, গত ২২ নভেম্বর থেকে দূরপাল্লার সব পরিবহন চলাচল বন্ধ ছিল।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করে। স্বাভাবিকভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতের বিরোধ তৈরি হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল।

অবশেষে পরিবহন মন্ত্রণালয় এবং স্থলবন্দর চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষ সিদ্ধান্তে উপনীত হয়—সব এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে আজ সন্ধ্যা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে আগের নিয়মে বাস চলাচল করবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাস্থ যশোরবাসীর মিলনমেলা অনুষ্ঠিত 
ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনও ক্ষতি নেই: এম সাখাওয়াত
যশোরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ৩ যুবক আটক
যশোরে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি