• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্কুলছাত্র রুম্মান নিখোঁজ, খুঁজছে পরিবার

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ২২:৪৭
নিখোঁজ স্কুলছাত্র মো. রুম্মান। ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মো. রুম্মান (১২) নামে ষষ্ট শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) নিখোঁজের সন্ধানে বেড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুম্মানের মা মোছা. রওশন আরা খাতুন।

নিখোঁজ স্কুলছাত্র মো. রুম্মান পাবনার বেড়া উপজেলার জোড়দহ গ্রামের সেল্টু মোল্লা ও রওশন আরা খাতুনের ছেলে। তিনি বেড়ার মিলোনিয়াম স্টার স্কুলের শিক্ষার্থী।

নিখোঁজ স্কুলছাত্রের মা রওশন আরা খাতুন বলেন, বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে রুম্মান আর ফিরে আসেনি। এরপর আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ শুরু করি। পরে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি।

পরিবার জানায়, কেউ তার দেখা পেলে নিম্নলিখিত মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। ০১৭৬৫৩৯০৭২২ (রুম্মানের বাবা)

এ বিষয়ে বেড়া থানার এস আই আলী আজম বলেন, নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ ছেলেটির সন্ধানে কাজ করছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩, আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ
ধর্ষণের শিকার হয়ে তরুণীর মৃত্যু, যুবক গ্রেপ্তার
চরমপন্থী নেতাকে গলা কেটে হত্যা