• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নাটোরে রেললাইনে ফাটল, ট্রেন চলছে ধীরগতিতে

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৬:১৯
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চলছে ট্রেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলস-সংলগ্ন বিহারীপাড়া রেলগেটের অদূরে ডাউন রেললাইনে ভাঙন দেখা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রেলওয়ের কর্মীরা নিয়মিত রেললাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙা দেখতে পান। এরপর ওই লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। ইতোমধ্যে লাইন মেরামত কাজ শুরু করেছে রেলওয়ের কর্মীরা।

আব্দুলপুর রেলস্টেশনের মাস্টার জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনে ফাটলের খবর পাওয়ার পরেই সেখানে রেলের শ্রমিকরা গিয়েছেন। ফাটল মেরামতের কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যে লাইনে মেরামতের কাজ চলছে, সে লাইন রেলগাড়ি ধীরগতিতে চলছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
নাটোরে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের
ছিনতাই করতে এসে নাটোরে আটক ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী
গাড়িচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর