• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

কোচিং সেন্টারে একসঙ্গে ৯ শিক্ষার্থী অসুস্থ

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩৮

পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে ক্লাস করা অবস্থায় অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়েছে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হচ্ছে ফাতেমা (১৩), হুমায়রা মিম (১৫), মমতাজ (১৪), শারমিন (১৪), সমৃদ্ধি (১৩), ফাতেমা (১৪), ফারজানা (১৪), রুবা (১৪) ও জেরিন (১৪)। বর্তমানে এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেবুলাইজার দেওয়া হচ্ছে।

তিন-চারজনের সমস্যা বেশি বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন। এ সময় কোচিং সেন্টারের কোন শিক্ষককে পাওয়া যায়নি। কেন, কী কারণে এমনটা হয়েছে তাদের কাছ থেকে কিছুই জানা যায়নি।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাংশনাল ডিজঅর্ডার সমস্যার কারণে এমনটা হতে পারে।

অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, তার মেয়েও অসুস্থ হয়ে পড়েছে। তবে এখন ঘুমাচ্ছে। কিছুটা সুস্থ মনে করছেন।

আরটিভি/এফআই-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩২ জনের
গবি শিক্ষার্থীকে মারধর, ইতিহাস পরিবহনের ১৭ বাস আটক
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৫ জনের
খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২