• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ২ নারী নিহত

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৪:২৭
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ২ নারী নিহত
ছবি: আরটিভি

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ২ নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা সম্পর্কে ননদ-ভাবি ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজবাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় ২ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়া সীমান্ত থেকে অস্ত্রসহ যুবক আটক
ড্রেনে পড়ে ছিল লুট হওয়া অস্ত্র, উদ্ধার করলেন ক্লিনার
কুষ্টিয়ায় সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুয়া মেজর আটক
বিজিবির অভিযানে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ জব্দ