• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০৫
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২০) ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে কাউছার মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির ও কাউছার মিয়াসহ আরও একজন মোটরসাইকেলে করে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বানিয়াচংয়ের পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদির মারা যান। কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে স্থানীয়রা।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, আহত ৪০
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মী নিহত, ৪ বাসে আগুন