• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কবরস্থানের দেয়ালধসে শিশুর মৃত্যু, আহত ৬

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ২৩:৪৭
বেগমগঞ্জ থানা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানের দেয়ালধসে পড়ে মো. ফয়সাল হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জিরতলী টু মজুমদার হাট সড়ক-সংলগ্ন তাজুল ইসলাম মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ফয়সাল হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো. মিজান ওরফে বাহাদুরের ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, নিহত ফয়সাল আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ক্লাসে আসে। বেলা সাড়ে ১১টার দিকে ক্লাসের বিরতি চলাকালীন মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা বেকু মেশিন দেখতে চলে যায় ফয়সাল। সে মাদরাসা থেকে বের হয়ে তাজুল মিয়ার বাড়ির কবরস্থানে কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কবরস্থানের দেয়ালধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও ছয়জন পথচারী গুরুতর আহত হন। আহতরা ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের কাজে ব্যবহৃত বেকু মেশিন আজ সকালে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কবরস্থানের দেয়ালের ওপর দিয়ে বেকু মেশিনের মাথার অংশ কবরস্থানের দিকে মুখ করে রেখে মেশিনটি ঠিক করা হয়। বেকু মেশিনের ভারে দেয়াল নড়বড়ে হয়ে পরবর্তীতে ধসে পড়ে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর, হাত-পা বিচ্ছিন্ন শিশুর
শিশুদের জন্য সিসিমপুরের নতুন আয়োজন
দরিদ্র শিশুদের স্বাক্ষর জ্ঞানসম্পন্ন করা সরকারের লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা
লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ