• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাতীয় দলের সাবেক ফুটবলার গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ২৩:১৮
ছবি: সংগৃহীত

নাটোর-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে শহরের কান্দিভিটুয়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে।

তিনি আরও বলেন, হিন্দুদের চলমান আন্দোলনে সেলিম রেজা উসকানি দিচ্ছেন বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

প্রসঙ্গত, সোহেল রেজা আওয়ামী লীগের শাসনামলে নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার 
গ্রেপ্তারের ভয়ে লাখ টাকা খোয়ালেন মডেল
আন্দোলনে হামলা, বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদ সভাপতি গ্রেপ্তার
দেশ রূপান্তরের সাংবাদিক আবুল হোসেন গ্রেপ্তার