• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিশোরগঞ্জে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১৭:৫১
ভৈরব থানা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দুই সন্তান ও বাবা-মাসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার রানীর বাজারে একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

মৃতরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬) এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও দ্রুব বিশ্বাস (৮)। নিহত নিপা রানী বিশ্বাস সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ জানায়, স্ত্রী সন্তানদের মেরে স্বামী নিজের হাতের রগ কেটে এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম জানান, বিকেল ৪টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দরজা ভেঙে জনি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তার স্ত্রীর মরদেহ পাওয়া যায়, যার গলা কাটা ছিল। এ ছাড়া বিছানায় শায়িত অবস্থায় দুই সন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়।

আরটিভি/এফএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
শরীয়তপুরে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
‘পুষ্পা টু’ শোয়ের পর হল থেকে উদ্ধার যুবকের মরদেহ